ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় ক্রিকেট দল। নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেধে ফেলেছে তারা। আহমেদাবাদে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ সবকয়টি উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত।
রোববার (৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারেই ১৭৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাবিয়ান অ্যালেন (২৯)।
ভারতের পক্ষে ৪৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ওয়াশিংটন সুন্দর তিন উইকেট ও প্রসিদ্ধ কৃষ্ণ দুই উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান করেছে স্বাগতিকরা। দুই উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা (৬) ও ঈশান কিষান (৩) রানে অপরাজিত আছেন।